কাপুরুষের পরিচয় দিচ্ছে আ.লীগ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা মানববন্ধনকে ভয় পায় তারা দুর্বল ও কাপুরুষ। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে মানববন্ধনে বাঁধা দিয়ে কাপুরুষের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ‘অবরুদ্ধ গণতন্ত্র! পুন:রুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী বন্ধু দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, বিএনপি মানুষের গায়ে হাত তোলার রাজনীতি করে না। মানুষের গায়ে হাত তোলা আওয়ামী লীগের কাজ।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হবার কিছু নেই। হতাশ হবার মতো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে সরকার ক্ষমতায় এসে যে দাম্ভিকতা দেখাচ্ছে এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড তার পূর্বাভাস দিচ্ছে।
জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্র নেতা শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ প্রমুখ।



মন্তব্য চালু নেই