কানের লালগালিচায় মোহনীয় ক্যাটরিনা

৬৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে ১৩ মে। আর আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে প্রথমবার এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

উৎসবের প্রথম দিনে কানের লালগালিচায় মোহনীয় রূপে আবির্ভূত হয়েছিলেন এ অভিনেত্রী। অস্কার ডে লা রেনাটার তৈরি পোশাকে লালগালিচায় হেঁটেছেন ক্যাট। এ সময় নিজেকে মেলে ধরতে সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন ব্যাং ব্যাং খ্যাত এ তারকা। লালগালিচায় আবির্ভাবের সঙ্গে সঙ্গে ক্যামেরার আলোর ঝলকানি শুরু হয়ে যায়।

আজ ১৪ মে আবার লালগালিচায় হাঁটবেন ক্যাটরিনা কাইফ। তিনি কানে এসেছেন কসমেটিকস ব্র্যান্ড ল’রিয়েলের প্রতিনিধি হিসেবে। বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকেও দেখা যাবে খুব শিগগির।



মন্তব্য চালু নেই