কাদের সিদ্দিকী বিপথগামী মুক্তিযোদ্ধা

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বিপথগামী মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর কিছু বিপথগামী মুক্তিযোদ্ধা জনগণের সম্পদ লুট করে সম্পদশালী হয়েছেন। তাদের মধ্যে অন্যতম কাদের সিদ্দিকী।’

সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় আমি এবং আমার পরিবারের সব সদস্য মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছি। ৭ মার্চের বঙ্গবন্ধুর অবিনাশী বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছিল। বঙ্গবন্ধুর আদর্শে ও ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে ওই দিন আমরা প্রশাসনে কর্মরত বেশ ক’জন কর্মকর্তা দেশের বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করতে শুরু করি। প্রশাসনের সব তথ্যাদি মুক্তিযোদ্ধাদের সরবরাহ করি।’

কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মবিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য দেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই