কাঠগড়ায় লতিফ সিদ্দিকী

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে নেয়া হয়েছে। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বর্তমানে তিনি আসামির কাঠগড়ায় রয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে তাকে কালো গ্লাসের একটি গাড়িতে করে আদালতে নেয়া হয়।

এর আগে তিনি বেলা পৌনে ১টায় ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করেন। পরে তাকে সিএমএম আদালতে পাঠানো হয়।

ঢাকার সিএমএম আদালতে তার বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। তার মধ্যে চারটিতেই গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

লতিফ সিদ্দিকীকে আদালত প্রাঙ্গণে আনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে আদালতে রয়েছে।

এদিকে গতকাল সোমবার আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করার জন্য তাগিদ দেন ঢাকার সিএমএম আদালত।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রেজার দায়ের করা মামলায় ওই তাগিদ দেন।



মন্তব্য চালু নেই