প্রধানমন্ত্রীর ঘোষণাকে গুরুত্ব দেয়ার দাবী

কাঞ্চনাবাদে ইউপি প্রার্থী বাছাইয়ে আত্মীয়করণ না করার দাবীতে বিক্ষোভ

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও সর্বস্তরের জনতার উদ্যোগে কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আবদুর শুক্কুর, এডভোকেট আবু ছালেক ও আবুল কালামের সমর্থনে তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২০ এপ্রিল বিকাল ২ টায় বিজিসি ট্রাস এর সম্মুখে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে যুবলীগের আহ্বায়ক মো. আবু ছৈয়দের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবনেতা নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, সুমন, বঙ্গবন্ধু পরিষদ কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার সিরাজুল ইসলাম, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক মো. হোসেন, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি নোমান, সাধারণ সম্পাদক তৌহিদ, খোরশেদ, আলী আহমদ, ফরিদ, বোরহান, রায়হান, আমজাদ, ওসমান, জয়নাল, আবু বক্কর, রশিদ, নিশাদ, সেলিম উদ্দিন, আবদুর রহিম, আজিজুল ইসলাম, ওসমান, রহমান, লিটন, শুক্কুর, বদি, এমরান, শ্রমিকলীগের আবদুর রহমান, শাহছূফি আদর্শ সংঘের বাবুল, তরুণ সংঘের নবাব, কলিমউল্লাহ, মোহাম্মদ আনিস, মো. আবুল হোসেন, মো. বাদশা, রিপন, মোহাম্মদ আসাক মেম্বার, ইউনিয়ন আ’লীগ সদস্য আবদুর রাজ্জাক, আবু ছৈয়দ, শাহ আলম, সিরাজ মিয়া, আবদুল হাকিম, আবদুল মান্নান, আবদুল আলীম, ইয়াং জেনারেশন ক্লাবের আনোয়ার, আলম, মোক্তার, রুবেল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা কাঞ্চনাবাদবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাঞ্চনাবাদ ইউনিয়নে যাতে আত্মীয়করন না হয় সেই ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, অন্যথায় সংগঠনের ত্যাগী নেতারা সংগঠন থেকে চিটকে পড়বে, তাহলে বিরোধী দল সেই সুযোগ লুফে নিয়ে আমাদের ধ্বংস করে দেয়ার চক্রান্তে লিপ্ত হবে। আমরা সেই সুযোগ কাহাকেও না দেয়ার জন্য আ’লীগের একজন পরীক্ষিত, ত্যাগী, সংগঠনের সাথে জড়িত, মানুষের সুখ দু:খে যাকে পাবে সেই ধরনের একজন ব্যক্তিকে মনোনীত করার জন্য আ’লীগ তৃণমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে হাই কমাণ্ডের প্রতি আহ্বান জানাই। আমরা কাঞ্চনাবাদবাসী রক্তপাত চায় না, আমরা শান্তি চায়। যদি অন্য কোন কিছুর ইংগিত পাই তাহলে দাবানলের মত জ্বলে উঠবো, তখন কেউ রুখতে পারবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে যারা সংগঠনকে মজবুত করার জন্য কাজ করে গেছেন এবং এখনো যারা সংগঠনকে নিয়েই ভাবছেন, তাদেরকে আগামী নির্বাচনে প্রাধান্য দেয়ার যে ঘোষণা দিয়েছে, সেই অনুযায়ী যদি প্রার্থী না দেয়া হয়, তাহলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন, আমরা কাঞ্চনাবাদবাসীও যাতে কোন সমস্যার সম্মুখীন না হই সেই ব্যাপারে আমাদের নেতাদের সজাগ থাকার আহবান জানাই।



মন্তব্য চালু নেই