কাজলের সঙ্গে আমার রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয়েছিল: শাহরুখ
বলিউডের সেরা সফল অন্যতম জুটি শাহরুখ খান আর কাজল। এই জুটির সব ছবি যেন দর্শকদের মন কেড়েছে। সম্প্রতি এই জুটির ছবি ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকে এখন পর্যন্ত বাজিমাত করে যাচ্ছে ছবিটি।
ছবিটির মূল মন্ত্রই ছিল শাহরুখ-কাজল জুটি। আর সেটি আবারো সফল। পাঁচ বছর পর এই জুটি আবারো প্রমাণ করেছে তারা এখনও আগের মতই আছে।
তবে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’তে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন তারা। ছবি মুক্তির পর এ কথা বলেছেন খোদ বাদশা। কিন্তু কেন দু’জনের এই জড়তা তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি নায়ক।
শাহরুখের কথায়, ‘রোমান্টিক দৃশ্যের শুটিংয়ে আমার আর কাজলের বোঝাপড়াটা অনেক সময়ই ক্লিক করছিল না। এমনও হয়েছে ঘনিষ্ঠ হতে গিয়ে একে অপরের সঙ্গে আমাদের মাথা ঠুকে গিয়েছে।’
টুইটারে এক শাহরুখ ভক্ত জানতে চেয়েছিলেন শুটিংয়ে সবচেয়ে বিড়ম্বনার মুহূর্ত কী ছিল? তার জবাবেই শাহরুখ এই তথ্য শেয়ার করেছেন।
মন্তব্য চালু নেই