‘কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন না-ও হতে পারে’ : অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে জিডিপিতে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশজ মোট উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশে প্রক্ষেপণে খানিকটা পরিবর্তন আনা দরকার হতে পারে।

রোববার সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে সংসদে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী অভিযোগ করে বলেন, এ বছরের জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল লাগাতার হরতাল অবরোধ দিয়ে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির চরম ক্ষতি করে চলেছে। যে কারণে জিডিপি প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হতে পারে।

জানুয়ারির আগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকগুলো ভালো অবস্থানে ছিল বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধি লক্ষ অর্জনে বিনিয়োগ পরিস্থিতির গুণগত পরিবর্তনের দিকে বিশেষ নজর দিয়েছে সরকার।

তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছিল। উৎপাদন , রফতানি, আমদানি, প্রবাস আয় , বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রাজস্ব আহরণসহ সব উন্নয়ন কার্যক্রমের গতি সাবলীল ছিল।

জানুয়ারিতে এসে বিএনপি এবং তাদের মিত্ররা লাগাতার হরতাল অবরোধ দেওয়ায় অর্থনীতির সেই সূচকগুলোর গতি কমেছে। যে কারণে জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এতে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা খানিকটা কমেছে। তবে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে জিডিপির প্রবৃদ্ধি অর্জনে।



মন্তব্য চালু নেই