কাকরাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

রাজধানীর কাকরাইলে সামনে সিএনজি অটোরিক্সা ও বাসের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আসিফ (৩৫) এবং রুবেল (৩৪)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইলে।

বৃহস্পতিবার ভোরে কাকরাইলের রাজমনী ঈসা খাঁন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিক্সা চালক ঠাণ্ডু মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেলের বাবা আজমল শেখ জানান, নিহত দু’জনই সিদ্ধিরগঞ্জ পদ্মা ফিলিং স্টেশনে কাজ করতেন। তেলের লরি চালাতেন। তেলের টাকা তুলতে তারা কুষ্টিয়া গিয়েছিলেন। কুষ্টিয়া থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ভোর বেলায় তারা ঢাকার কল্যাণপুরে নামেন। সেখান থেকে সিএনজি যোগে সিদ্ধিরগঞ্জ যাওয়ার পথে কাকরাইলে রাত পৌনে ৪টার দিকে বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আসিফ ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আর ঠাণ্ডু মিয়াকে ভর্তি করেন।



মন্তব্য চালু নেই