কাঁদলেন আতিউর: ‘বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কেলেঙ্কারি মাথায় নিয়ে সদ্য পদত্যাগকারী গভর্নর ড. আতিউর রহমান বিদায়কালে সাংবাদিকদের সামনে কাঁদলেন। এসময় তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সদ্য বিদায়ী এই গভর্নর বাংলাদেশ ব্যাংককে সন্তানের সঙ্গে তুলনা করেছেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার গলা ধরে আসে। তিনি বলেন, ‘আমি সাত বছর দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভের ২৮ বিলিয়ন ডলার থেকে অর্থ চুরি হোক- এটা আমি কখনও চাইনি।’

তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে। তারপরও যদি কোনও ভুল করে থাকি তাহলে, আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

সোমবার ভারত থেকে দেশে ফেরার পর থেকেই তাকে পদত্যাগ করতে বলা হতে পারে- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গভর্নরের পদত্যাগের সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বেলা ১২টায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।



মন্তব্য চালু নেই