কাঁদছে ভারত, ধোনির বাড়িতে কঠোর নিরাপত্তা

অর্থের জোরে বিশ্ব ক্রিকেটে প্রভাব খাটালেও মাঠের খেলায় বৃহস্পতিবার শক্তি দেখাতে পারেনি ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে তাই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয়দের। দল হারার পর স্টেডিয়ামের গ্যালারি তো বটেই, গোটা ভারতজুড়েই কান্নায় ভেঙ্গে পড়েছে দেশটির ক্রিকেট সমর্থকরা।

এদিকে, ভারতের রোঞ্চিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়িতে মোতায়ান করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ক্ষুদ্ধ সমর্থকরা যেন সেখানে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে না পারে সে কারণেই এই ধোনির বাড়ির সামনে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এএনআই নিউজি এক টুইটার বার্তায় জানিয়েছে, সেমিফাইনালে ভারতের হারের সম্ভাবনা জেগে উঠার পর পরই ধোনির বাড়ির সামনে নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে রোঞ্চিতে ধোনির বাড়িটির সামনে অবস্থান নিতে শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিশ্বকাপ থেকে দল বিদায় নেওয়ার পর সমর্থকদের পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলোতেও শুরু হয়েছে শোকের মাতম।



মন্তব্য চালু নেই