কাঁদছেন নায়লা নাঈম, ছবি-ভিডিও হারিয়ে ( ভিডিও )

ভাইরাস আক্রান্ত হয়েছেন মডেল নায়লা নাঈম। নিজের ব্যাবহৃত ল্যাপটপে এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে তার দীর্ঘদিনের মডেলিং ক্যারিয়ারের সব ছবি, ফাইল, ভিডিও খুইয়েছেন তিনি। আর এ শোকে তিনি কাঁদতে কাঁদতে তার ভক্তদের জন্য এক ভিডিও বার্তা পাঠিয়েছেন।

ভিডিও বার্তায় দেখা যায়, নায়লা তার বিছানায় বসে কান্না জড়িত কন্ঠে তার ভক্তদের বলেন, ‘আমি আমার এত বছরের মডেলিং ক্যারিয়ারের সব ছবি, ফাইল, ভিডিও কিচ্ছু খুঁজে পাচ্ছি না ল্যাপটপে। সম্ভবত আমি সব হারিয়েছি। আমার ল্যাপটপ ভাইরাস আক্রান্ত হয়ে পড়েছে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ’

এমন খবরে প্রিয়.কমের পক্ষ থেকে জানতে চাওয়া হলো নায়লার কাছে। নায়লা বললেন, আমি এ ব্যাপারে পরে জানাবো সবাইকে। আপাতত ভিডিওটাই কথা বলুক।’

মডেলিং ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়লা। তবে খুব শীঘ্রই নায়লা পরিণত হতে যাচ্ছেন চিত্রনায়িকায়। ‘মারুফ টাকা ধরে না’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তন্ময় তানসনে পরিচালিত ‘রান আউট’। এই ছবিতে প্রথমবারের মতো আইটমে গানে অংশ নেন এই মডেল।

ভিডিওতে দেখুন তার অভিব্যক্তি



মন্তব্য চালু নেই