কলারোয়া সীমান্তে ৬ মামলার পলাতক আসামি আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা ৬ মামলার এক পলাতক আসামিকে আটক করেছে। সোমবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামে এই আটকের ঘটনাটি ঘটে।
কাকডাঙ্গা বিওপি’র সুবেদার সিরাজুল গনি সোমবার সাংবাদিকদের জানান, কেঁড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল আলিম (৪০) ৬ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলো। গোপন সংবাদের তাঁর নেতৃত্বে কাকডাঙ্গা বিওপি’র জোয়ানরা সোমবার ভোররাতে কেঁড়াগাছি গ্রামের বাড়ি থেকে আলিমকে আটক করতে সমর্থ হন।
আটকের পর ওই আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিমও বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই