কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পাকা রাস্তা নির্মাণে বিজিবি ও বিএসএফ’র মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কলারোয়ার সুলতানপুর সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই চুক্তি স্বাক্ষর করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন, পিএসসি। এসময় তাঁর সাথে ছিলেন উপ-অধিনায়ক মেজর মামুন, সুবেদার আবুল কাসেম, নায়েব সুবেদার কামাল হোসেন, নায়েব সুবেদার কবীর হোসেনসহ বিজিবি সদস্যরা। অপরদিকে, বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল নরেন্দ্র সিং। উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক লে. কর্ণেল একে গ্লুরিয়া, ভারতের গোবরা বিএসএফ’র কোম্পানি কমান্ডার এসকে সংগ্রামসহ বিএসএফ সদস্যরা। পতাকা বৈঠক শেষে সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন, পিএসসি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে বলেন, সুলতানপুর সীমান্ত গ্রামের পিলার নং-১৭/১এস থেকে ১৭/৪ এস’র বাংলাদেশের অভ্যন্তরে ১০০ গজ দূরে ৬০০ মিটার পাকা রাস্তা নির্মাণ করার বিষয়ে বিএসএফ’র সাথে আলোচনান্তে একমত হয়েছে বিজিবি। তিনি বলেন, ২ কিলোমিটারের বদলে আমরা বিএসএফ’র সাথে আলোচনা করে তা ৬০০ মিটারে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এতে করে আমাদের দেশের মানুষের অনেক জমিজমা বেঁচে যাবে। যার ফলে মানুষ উপকৃত হবে। এটি বিজিবি’র একটি সফলতা বলে লে. কর্ণেল আরমান হোসেন, পিএসসি উল্লেখ করেন।
মন্তব্য চালু নেই