শিশু সন্তানসহ ৩ মহিলা হস্তান্তর

কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

অবৈধ পথে ভারতে যেয়ে আটক হওয়া শিশু সন্তানসহ ৩ বাংলাদেশি গৃহবধূকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিএসএফ সদস্যরা আটকৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে কলারোয়া উপজেলার হিজলদী বিজিবির কাছে হস্তান্তর করেছে।

হিজলদি বিওপি’র নায়েব সুবেদার কামাল হোসেন সাংবাদিকদের জানান, বুধবার বেলা ১২টার দিকে হিজলদি সীমান্তের ১৪ নং মেইন পিলার বরাবর ভারতের আরশিকড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ৩ বাংলাদেশি গৃহবধূসহ তাদের ৩ শিশুকে হস্তান্তর করে।

হস্তান্তরকৃতরা হলো-ঢাকার দোহারের শাহানাল হোসেনের স্ত্রী জুলেখা বেগম (২৭)সহ শিশু কন্যা মোছা: শাম্মী আকতার (৬ মাস), বাগেরহাট জেলার শরণখোলার ইকবাল হোসেনের স্ত্রী কারিমা বেগম (২৫)সহ তার শিশু পুত্র তামিম হাওলাদার (৪) এবং পিরোজপুরের মঠবাড়িয়ার সেলিম জোয়ার্দ্দারের স্ত্রী হাওয়া বেগম (৩০) ও তার কন্যা সেলিনা আক্তার (১২)। বৃহস্পতিবার থানা পুলিশ হস্তান্তরকৃতদের পাসপোর্ট আইনে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।



মন্তব্য চালু নেই