কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে ফেরত

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার বিকালে কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিওপির হাবিলদার আবুল হোসেন জানান, কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তের ১নং পোষ্টের কাছে মেইন পিলার-১৩/৩এস ৩ আরবি’র নিকটে বিজিবি বিএসএফ’র মধ্যে সোমবার বিকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠক শেষে বিএসএফ এর হাতে আটককৃত নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে হস্তান্তর করে। আটককৃতরা ভারতে যাওয়া পথে টহলরত বিএসএফ সদস্যের হাতে আটক হয়। আটককৃতরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার আটুলিয়া গ্রামের মৃত আ.মাজেদ ফকিরের ছেলে মোক্তার ফকির (৬০), একই এলাকার ফারসি আহম্মেদ শেখের স্ত্রী শিরিনা খাতুন (৪০), কালিয়ার চানপুর গ্রামের মফিজুল শেখের স্ত্রী লিপি বেগম (৩০), একই গ্রামের মৃত খোকা সরদারের ছেলে মেহেদী সরদার (২৭), কালিয়ার পিরলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে কেরাম শেখ (৫০), খুলনার দিঘলিয়ার ছিলোমপুর গ্রামের ফরমান মোল্লার ছেলে জিকু মোল্লা (৩০), স্ত্রী রতœা বেগম (২৫), শিশু হৃদয় (৫) ও রিহান (২) সহ ৯ জন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-২৯(০১)১৭ দায়ের হয়েছে। ফেরত পাওয়া ৯জনকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে জানান থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান।



মন্তব্য চালু নেই