কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটকের পর পতকা বৈঠকে বিএসএফ’র নিকট হস্তান্তর করেছে বিজিবি। কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের আওতায় তাদের ফেরত দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি।

রোববার বিকেলে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ১৩/৩ এস এর ৫ আরবি’র নিকট কেঁড়াগাছি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হল ভারতীয় নাগরিক হুগলি জেলার ভাই-বোন শিব থানার মনোনহর মল্লিক পাড়ার শেখ রেজাউল করিমের ছেলে শেখ শহিদ (২৫) ও মেয়ে আফরোজা খাতুন (২২)।

সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপি’র কোম্পানী কমান্ডার ওমর ফারুক জানান, গত শনিবার রাতে ওই ব্যক্তিরা সীমান্তের সোনাই নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল।

এ সময় কাকডাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে তারালি বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরণ করে। রোববার বিকেলে কেঁড়াগাছি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক ওই দু’ভাই বোনকে ভারতীয় তারালি ক্যাম্পের বিএসএফ এর নিকট হস্তান্তর করেন।



মন্তব্য চালু নেই