কলারোয়া সীমান্তে চোরাচালানী আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা সহ এক চোরাচালানীকে আটক করেছে।
আটক আনোয়ার হোসেন (৩৮) উপজেলার বোয়ালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার পথে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
এসময় তার কাছ থেকে ২৭প্যাকেট ভারতীয় তুফান সোনার বাংলা চা-পাতি উদ্ধার হয়।
কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা হাতে আটক করে।
এঘটনায় কলারোয়া থানায় মামলা নং-২৬(০১)১৭দায়ের হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই