কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক মহিলাকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে ভারতে আটক এক মহিলাকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। কাকডাঙ্গা বিওপি’র সুবেদার বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার সকাল ১০টার পরে যশোর মনিরামপুরের নেংরুরহাটের গৌরিপুর গ্রামের আব্দুল মান্নান দফাদারের স্ত্রী নূরজাহান বিবি (৪০) উপজেলার কাকডাঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে হাকিমপুর ক্যাম্পের টহলরত বিএসএফ’র হাতে আটক হয়। এরপর বেলা ৪ টা ১০ থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত কাকডাঙ্গা সীমান্তের মেইন পিলার ১৩/৪/ আর এর নিকট দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ওই মহিলাকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন সুবেদার বিল্লাল হোসেন এবং ভারতের পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন হাকিমপুর ক্যাম্পের এএসআই শের সিং। সন্ধ্যায় হস্তান্তরকৃত ওই মহিলার বিরুদ্ধে কলারোয়া থানায় নায়েক কামাল উদ্দীন বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।
কলারোয়ার কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে ইমামুল সভাপতি, আব্দুল ওহাব সম্পাদক:
সোমবার বিকাল ৫টায় কলারোয়ার কয়লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কয়লা হাই স্কুলে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাংবাদিক ইব্রাহিম খান, সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান সাঈদ, সন্দিপ কুমার ঘোষ, । অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলফাজ হোসেন, সোহেল রানা লাভলু, আবুল কালাম আজাদ,আবুল কাশেম, মনিরুল ইসলাম, আজাহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মারুফ হোসেন, ওয়ার্ড আ’লীগের নেতা সহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কয়লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান শেষে ইমামুল ইসলামকে সভাপতি এবং আব্দুল ওহাবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কয়লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়।
মন্তব্য চালু নেই