কলারোয়া প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক পল্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর প্রথম মৃত্যুবার্ষির্কী পালন করা হয়েছে। রোববার আছরবাদ কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবু নসর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহ.অধ্যাপক কে এম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এম এ সাজেদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, সাংবাদিক শরিফুল ইসলাম, মীর রবিউল ইসলাম, মোকলেছুর রহমান, মীর সহিদুল ইসলাম, টিটু, বাবু, তুহিন, উজ্জ¦ল, শাহিন, শুকুর আলী, বাবলু রেজওয়ান প্রমুখ। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক খালেকুজ্জামান পল্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের পেশ ঈমাম আসাদুজ্জামান ফারুকী। দোয়া অনুষ্ঠানে প্রয়াত পিতার জন্য মেজ ছেলে কুয়েত প্রবাসী খায়রুল আলম কাজল সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ।
মন্তব্য চালু নেই