কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে চাউল বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দূর্নীতি মুক্ত সংগঠন ও নির দলীয় সংগঠন-গরীব আসহায় মানুষের সেবা করায় আমাদের লক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে গরীব অসহায় মানুষের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা পৌর সদরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ চাউল বিতরণ করা হয়। মালয়েশিয়া প্রাবাসী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কৃতি সন্তান পৌর সদরের ঝিকরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ডাঃ আমানুল্লাহ আমানের এক মাত্র ছেলে আফজাল ফুয়াদ অভি’র সার্বিক সহযোগিতায় গরীব আসহায় মানুষেরা এ চাউল পাচ্ছেন।

আফজাল ফুয়াদ অভি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে রয়েছে। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক তাইমুর আরেফিন তন্ময়,সদস্য জাহিদ হাসান রানা, শেখ আমানুল্লাহ, শেখ ইমরান, আবু তুহিন, সুজন হোসেন প্রমুখ। উল্লেখ্য-উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ডের ৩৫জন গরীব অসহায় মানুষ মাথা পিছু ৮কেজি করে চাউল পেয়েছেন।



মন্তব্য চালু নেই