কলারোয়া পৌরসভায় নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া পৌরসভা ও ঢাক আহ্ছানিয়া মিশন-এর আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় আমাদের কলারোয়া প্রকল্পের উদ্যোগে উজ্জ্বাপিত হয়েছে নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক ক্যাম্পেইন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিল রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, বাস মালিক সমিতির নেতা রমজান আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপ্লব কুমার ঠাকুর, প্রকল্প সমন্বয়কারী, আমাদের কলারোয়া প্রকল্প, ঢাকা আহ্ছানিয়া মিশন এবং অনষ্ঠানটি সঞ্চালন করেন বিপ্লব হোসেন, মনিটরিং ও ডকুমেন্টশন কর্মকর্তা, আমাদের করারোয়া প্রকল্প, ঢাকা আহ্ছানিয়া মিশন।



মন্তব্য চালু নেই