কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর মহাপ্রয়ান দিবসে নানা কর্মসূচী পালিত

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম মহা প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোওয়া ,আলোচনা ,বঙ্গবন্ধুর প্রকিকৃতিতে পষ্পমাল্য অর্পণ ও শিশুদের মধ্যে চিত্রাংকণ প্রতিযোগীতা।

সকাল সাড়ে ৭টায় পাবলিক ইনস্টিটিউটের মিলনায়তে শেখ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, বক্তব্য রাখেন জাসদ কলারোয়া উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,বাজার ব্যবসায়ীর সমিতির সাধারন সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান,পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড:শেখ কামাল রেজা প্রমূখ।

অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এ,টি এম রুহুল কুদ্দুস।

শিশুদের চিত্রাংকণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন আসন্ন কলারোয়া পৌর সভার মেয়র পদপ্রার্থী ও আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।



মন্তব্য চালু নেই