কলারোয়া নারী শিশু নির্যাতন ও মানব পাচার প্রতিরোধক বিষয়ক আলোচনা সভা
সাতক্ষীরার কলারোয়া নারী শিশু নির্যাতন ও মানব পাচার প্রতিরোধক বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকতা শেখ ফারুক হোসেন, কৃষি কর্মকতা মহাসিন আলি, যুব উন্নয়ন কর্মকতা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকতা নূরুন নাহার আক্তার, মাদরা ক্যাম্পের সুবেদার আব্দুর রব, কাকডাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার হুমায়ন কবির, থানার সেকেন্ড অফিসার কে,এম এসআই মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম,আনিছুর রহমান, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, ব্রাক ম্যানেজার রেজাউল ইসলাম, সিনিয়র ডাইরেক্টর রেজাউল হায়দার, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার পৌল সরকার, আসমা আক্তার, রাবেয়া খাতুন, লতিফা আক্তার, শফিউদ্দীন সুমন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার।
মন্তব্য চালু নেই