কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সাথে নব-নির্বাচিত ইউপি সদস্য’র সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে নির্বাচিত প্রার্থী মোকলেছুর রহমান শপথ গ্রহণ শেষে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, অবহেলিত ওয়ার্ড উন্নয়নের জন্য কাজ করতে হবে। গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমাদের প্রিয় কলারোয়াকে এগিয়ে নিতে হবে আর এজন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যার স.ম মোরশেদ আলী, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য নাছিমা খাতুনসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।



মন্তব্য চালু নেই