কলারোয়া ইসলামী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের গাছ বিতরণ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: “অর্থপুষ্টি স্বাস্থ্যবান দেশী ফল বেশী খান”এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৬ পালন করা হয়েছে। সোমবার বিকালে কলারোয়া ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কলারোয়া শাখার এ্যাসিস্টান্ড ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলী, কলারোয়া সোনালী ব্যাংকের প্রাক্তন ম্যানেজার আব্দুর রাজ্জাক, এ্যাড. শেখ কামাল রেজা ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কলারোয়া শাখার এ্যাসিস্টান্ড ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আবুল হোসেনের ও পবিত্র কুরআন তেলোয়াত করেন মাহমুদ আল হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, ইসলামী ব্যাংকের বিনিয়োগ শাখার বিনিয়োগ কর্মকর্তা অহিদুজ্জামান, ব্যাংকার সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুল হামিদ, আব্দুল আজিজ ও সাংবাদিক জুলফিকার আলী, উপজেলা জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের ১৫০ জন সদস্যদের মাঝে আম, আমড়াসহ বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও উত্তম কুমার রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন,পল্লী উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার কামরুজ্জামান।
মন্তব্য চালু নেই