কলারোয়া আ.লীগের পক্ষ থেকে চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএমকে ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি পদক (পিপিএম) লাভ করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
সোমবার সকালে কলারোয়া উপজেলা আ.লীগের তরুন সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও তরুন সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ এ সময় একসময়ের অশান্ত সাতক্ষীরাকে পরিপূর্ণ ভাবে শান্ত করার ক্ষেত্রে পুিলশ সুপারে বিরাট অবদানের কথা তুলে ধরে তাঁর সুস্বাস্থ দীর্ঘ জীবন ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
শুভেচ্ছা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
মন্তব্য চালু নেই