কলারোয়ায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সমাবেশ
সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদ্যাপন উপলক্ষ্যে এক সচেতনতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসাবে ওই সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ছাত্রীর উপস্থিতিতে ঋতুকালীন সময়ে মেয়েদের করণীয় বিষয়ে আলোচনা করেন কলারোয়া সরকারি হাসপাতালের ডা: লাইলুন নাহার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন’র মনিটরিং অফিসার বিপ্লব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষিকা রীনা রাণী পাল, জাকিয়া পারভীন, মিশন’র ফিল্ড অর্গানাইজার রিতা বিশ্বাস।
মন্তব্য চালু নেই