কলারোয়ায় স্কুল ও মাদরাসার সভাপতি-সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে টিকিউআই-সেপ-২ এর অর্থায়নে স্কুল ও মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জিকেএমকে পাইলট হাইস্কুলে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স্বাগতিক স্কুলের সভাপতি আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, বিভিন্ন বিদ্যালয়ের এসএমসি’র সভাপতিদের মধ্যে ছিলেন এড. এমএম ইয়ার আলি, প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন, হাসান আজিজ আহম্মেদ, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান মফে, আব্দুল কুদ্দুস চুন্নু, আহসান উল্লাহ প্রমুখ।
৩দিনের ওই প্রশিক্ষণে উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদরাসার প্ররিচালনা পরিষদের সভাপতি এবং ২ জন করে সদস্য নিয়ে মোট ৪৫ জন অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালার প্রথম দুই দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন টিটি কলেজ, খুলনার সহকারী অধ্যাপক বিজন কুমার হালদার এবং তৃতীয় দিন বৃহস্পতিবার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন টিটি কলেজ, খুলনার সহকারী অধ্যাপক চন্ডিদাস সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। তাঁকে সহযোগিতা করেন শিক্ষা অফিসের হিসাব রক্ষক সমর দেবনাথ।



মন্তব্য চালু নেই