কলারোয়ায় সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে প্রথম কিস্তির উপবৃত্তির টাকা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় সেকায়েপ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ২০১৫ সালের জানু-জুন মাসের প্রথম কিস্তির টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।

শনিবার সকালে কলারোয়া মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়সহ বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মুরারীকাটি দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপবৃত্তির প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মুরারীকাটি দাখিল মাদরাসার সুপার আবু বক্কর, মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান, অগ্রণী ব্যাংক, সাতক্ষীরার প্রতিনিধি মো: জাকাতুল্লাহ, মো: শাহাদাৎ হোসেন, শিক্ষা অফিসের ফজলুর রহমান প্রমুখ।

এদিকে, অনরূপ ভাবে শনিবার সকালে উপজেলার কাজীরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, কেকেইপি মাধ্যমিক বিদ্যালয় ও পুটুনি দারুল উলুম দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে সূষ্ঠুভাবে ১৫ সালের জানুয়ারি-জুন মেয়াদের প্রথম কিস্তির টাকা বিতরণ করা হয়।

এ সময় কাজীরহাট গার্লস মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সুপার আব্দুল মোমিন, মাধ্যমিক শিক্ষা অফিসের সমর কুমার দেবনাথ, অগ্রণী ব্যাংক, সাতক্ষীরার প্রতিনিধি মো: আমিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, শিক্ষা অফিসের সহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের এ মেয়াদে কলারোয়া উপজেলায় প্রকল্পভুক্ত ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর মাঝে আনুমানিক এক কোটি টাকা প্রদান করা হবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।



মন্তব্য চালু নেই