কলারোয়ায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টে তুলশীডাঙ্গা চ্যাম্পিয়ন

সাতক্ষীরা কলারোয়ায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্টে তুলশীডাঙ্গা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার দিনভর কলারোয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনালে হঠাৎগঞ্জ ক্রিকেট একাদশকে ২৫ রানে হারিয়ে শিরোপা জেতে তুলশীডাঙ্গা। কলারোয়ার ঝিকরা ক্রিকেট ক্লাব (জে.সি.সি) ৮দলীয় এ টুর্ণামেন্টের আয়োজন করে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে তুলশীডাঙ্গা ক্রিকেট একাদশ নির্ধারিত ৬ওভারে ৪উইকেট হারিয়ে ৯৭রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক তানভীর সর্বোচ্চ ৫৫ রান সংগ্রহ করে। হঠাৎগঞ্জ ক্রিকেট একাদশের পক্ষে বোলার ইব্রাহিম সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। ৯৮ রানের টার্গেটে খেলতে নেমে হঠাৎগঞ্জ নির্ধারিত ওভারে ৬উইকেট হারিয়ে ৭২রান সংগ্রহ করে। দলের পক্ষে ইব্রাহিম সর্বোচ্চ ৪৪রান সংগ্রহ করেন। তুলশীডাঙ্গার সাইফুল ৩টি উইকেট সংগ্রহ করেন।

ম্যাচ পরিচালনা করেন সাগর ও সীমান্ত। স্কোরার দায়িত্ব ছিলেন মোখলেছুর। ধারাভাষ্যে ছিলেন আব্দুল্লাহ জুবায়ের মাহি ও আব্দুল কাদের।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তানভীর। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন রানার্সআপ দলের অল রাউন্ডার ইব্রাহিম।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া শ্রমিকলীগ নেতা এনায়েত খান টুন্টু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, আয়োজক সংগঠনের শান্ত কুমার পাল, হাবিবুর রহমান রনি, উজ্জ্বল, জেসিসির ক্রিকেটার শুভ, ইসমাইল, জাহিদ, কাজল, কাদের, মাসুম, তোহিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই