কলারোয়ায় শিশু বিবাহ প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা
সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে শিশু বিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর অডিটোরিয়ামে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসলামুল আলম আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রিজিওনাল কো-অর্ডিনেটর এড. কামরুজ্জাহান বেবী, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক কে,এম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই কে,এম মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য নাছিমা খাতুন, ইউপি সচিব আনিছুর রহমান, আমিনুর রহমান, কাজী মাওলানা মতিয়ার রহমান, কাজী আতিয়ার রহমান, কাজী নূরুল হক, ইমাম মোস্তফা গওসুল হক, রেজাউল করিম, আ: হাকম, ইরফান আলি, ব্র্যাক প্রতিনিধি রেনু দাসসহ প্রকল্পভূক্ত জয়নগর, কয়লা, জালালাবাদ ও কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, ইউপি সচিব, বিবাহ রেজিষ্ট্রির কাজী (রেজিষ্ট্রার), ইমাম, এনজিও প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন সমিতির সলিসিটর সাকিবুর রহমান। এ সময় তিনি জানান, উপজেলার জয়নগর, কয়লা, জালালাবাদ ও কুশোডাঙ্গা ইউনিয়নে গত ২০১৩ সালের জুলাই থেকে অদ্যবধি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি শিশু বিবাহরোধে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে শুরু থেকে আজ পর্যন্ত সমিতির জয়নগর ইউনিয়ন আইন সহায়তা কেন্দ্র ১টি, জালালাবাদ ইউনিয়ন আইন সহায়তা কেন্দ্র ৩টি, কয়লা ইউনিয়ন আইন সহায়তা কেন্দ্র ১২টি এবং কুশোডাঙ্গা ইউনিয়ন আইন সহায়তা কেন্দ্র ৩৪টি শিশু বিবাহ বন্ধ করতে সক্ষম হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির ইউনিয়ন সলিসিটর এড. হুমায়ুন কবির।
মন্তব্য চালু নেই