কলারোয়ায় শিশু আইন পর্যোলোচনায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

কলারোয়ায় চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু আইন-২০১৩পর্যোলোচনা এবং আমাদের করর্ণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর সভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার পৌল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন।

অনৃষ্ঠিত কর্মশালায় শিশু আইন-২০১৩ রক্ষায় স্কুলের/প্রতিষ্ঠানের ভূমিকার উপর মুক্ত আলোচনায় আইন বিষয়ক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জর্জ কোর্টের এ্যাডঃ রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া কো-অর্ডিনেটর স্টিফেন বিশ্বাস, চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং এবং ইভালুয়েশান অফিসার জুলিয়াস আর্তার সরকার,সহায়ক আসমা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, আবুল কালাম, জাকির হোসেন, হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক রবিউল ইসলা, শেখ নুরুল্লাহ, আহসান উল্লাহ, ইউনুচ আলী, মুজিবুর রহমান, তৌফিকুর রহমান, বাবলুর রহমান, শহিদুল ইসলাম, রাফিজা খাতুন, হেনা বানু,তহমিনা লিলি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুজ্জামান কাকন প্রমুখ। অনুষ্ঠিত কর্মশালায় ৩০জন শিক্ষক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই