কলারোয়ায় শিক্ষকদের ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন বিষয়ক ওরিয়েন্টশন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন- ২০১৫ বিষয়ক এক ওরিয়েন্টশন সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান শিক্ষকসহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে গুরুত্ব পূর্ণ আলোচনা করেন জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথি ইউএনও অনুপ কুমার তালুকদার এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিত জনদের কলারোয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশের পক্ষে ভোট প্রদানের কথা বলেন।

বিশেষ করে শিক্ষকদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রেখে কলারোয়াকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলসহ অনেকের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সাইফুল আলম, জুলফিকার আলীসহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধানগণ এবং কম্পিউটার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, শামসুর রহমান লাল্টু এবং শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসান।



মন্তব্য চালু নেই