কলারোয়ায় রূপালী ব্যাংকের বিদায়ী ও নবাগত ব্যাংক কর্মকর্তাকে সংবর্ধণা

কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে রূপালী ব্যাংক, কলারোয়া শাখার বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকদ্বয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমিতির নিজস্ব ভবনে শনিবার বিকালে সমিতির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শাখা ব্যবস্থাপক শংকর কুমার দাশ, নবাগত ব্যবস্থাপক হামিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক দীপক শেঠ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, শিক্ষক নেতা ও ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম। শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুর করিম, এবাদুল হক, সমিতির সাধারণ সম্পাদক আবদুর রকীব, শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, শিক্ষক শওকত হোসেন, সহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, প্রদীপ কুমার, হাবিবুল্যা, প্রশান্ত কুমার প্রমুখ।



মন্তব্য চালু নেই