কলারোয়ায় যুবলীগ নেতা রবিউল হত্যা মামলার আসামি আটক
সাতক্ষীরার কলারোয়ায় যুবলীগ নেতা রবিউল হত্যা মামলার পলাতক এক আসামিকে পুলিশ আটক করেছে।
আটককৃত শহিদুল ইসলাম (৪৮) কলারোয়ার দেয়াড়া গ্রামের মৃত আফসার আলি সানার ছেলে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দেয়াড়া গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
উপজেলার খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শহিদুল দেয়াড়ার যুবলীগ নেতা রবিউল ইসলাম হত্যা মামলার (নং-২৪, তাং-২৭/১১/১৩,ইং) এজাহারভূক্ত আসামি।
মামলাটি বর্তমানে সিআইডি’র তদন্তাধীনে রয়েছে।

















মন্তব্য চালু নেই