কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর
কলারোয়ায় যুবলীগের আলোচনা সভা
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আসাদুজ্জামান শাহাজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, শেখ মাসুমুজ্জামান মাসুম, আবু সাঈদ, যুবলীগনেতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, স.ম গোলাম ছরোয়ার আ.লীগনেতা জাহাঙ্গীর কবির বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মাহফুজুর রহমান মাহফুজসহ ১২টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ মাসুমুজ্জামান মাসুম। আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীর সাতক্ষীরায় আগমন সফল করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ফটো ক্যাপশন: কলারোয়ায় যুবলীগের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক
আটককৃত ২ শিশুসহ ৬ নারী-পুরুষ হস্তান্তর
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশি ২ শিশুসহ ৬ নারী ও পুরুষকে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদরা বিজিবির হাবিলদার রেফায়েত হোসেন জানান, ঝিনাইদহ কালিগঞ্জের সাতগাছিয়া গ্রামের গোলাম আলী মন্ডলের পুত্র মতিয়ার রহমান (৪০), বাগেরহাটের মোড়লগঞ্জের দৈবকাঠি গ্রামের হাবিবুর রহমানের কন্যা আয়েশা বেগম (২২), শিশু সাদিয়া (১০), একই গ্রামের মৃত তবারেক সিকদারের কন্যা রেনু বেগম (৩০), শিশু রোমানা (৩), খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রোতাপ গ্রামের রবিন বিশ্বাসের ছেলে সুনীল রায় (৩০) অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে গত বুধবার রাত ৮টার দিকে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বিএসএফ-বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সকালে আটককৃতদের হস্তান্তর করে। এ ঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে।
কলারোয়ায় মাশরুম প্রদর্শনীর মাঠ দিবস
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ব্লুগোল্ড প্রকল্পের আওতায় মাশরুম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আদর্শ কৃষক আতিয়ার রহমানের বাড়ীতে মাশরুম উৎপাদনের উপর অনুষ্ঠিত ওই মাঠ দিবস অনুষ্ঠানে ইউপি সদস্য শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিপুল হোসেন, সহকারী কৃষি অফিসার মমতাজউদ্দিন খান, এসএপিপিও মনিরুল হক ও সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার লুৎফর রহমান। মাঠ দিবস শেষে আইএমসি প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
কলারোয়ায় ব্যবসায়ী বাবলার দোয়া অনুষ্ঠান
কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান বাবলার মৃত্যুতে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মরহুমের বাসভবনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কলারোয়া থানার এসআই সুব্রত কুমার সরদার, এএসআই মামুনুর রহমান, এএসআই নাজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ কামরুল হোসেন, মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, মোয়াজ্জিন আসাদুজ্জামান, সাংবাদিক আরিফুল হক চৌধুরীসহ বাজারের সকল ব্যবসায়ীগণ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী।
মন্তব্য চালু নেই