কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন করলো আ’লীগ

কলারোয়া : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সারাদেশের মতো কলারোয়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ পালন করেেেছ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী। দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে স্থানীয় আ’লীগসহ অংগ ও সহযোগি সংগঠনগুলো। কর্মসূচির মধ্য ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দান, শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কাঙালী ভোজের আয়োজন। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি ইঞ্জি: আলহাজ্ব শেখ মুজিবুর রহমান। উপজেলা অডিটোরিয়ামের এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি এড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সদর থানা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন, কলারোয়া উপজেলা আ’লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও মিসেস সেলিনা আনোয়ার ময়না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন কেন্দ্রীয় সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, আ’লীগ নেতা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, শিক্ষাবিদ এমএ ফারুক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ড’র কলারোয়া কমান্ডার গোলাম মোস্তাফা, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ, প্রভাষক আব্দুল মান্নান, আসলাম, জিএম মিজানুর রহমান, মারুফ মেম্বার, মনিরুল মেম্বার, মাস্টার হাফিজ, মশিয়ার রহমান, রামপ্রসাদ দত্ত, ডা: রবিউল ইসলাম, যুবলীগ নেতা কাজী সাহাজাদা, রবিউল আলম মল্লিক রবি, শফিউল আজম, মোস্তাক, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু, মুন্না, তুহিন, মিন্টু, ছাত্রলীগ নেতা শেখ ইমরান হোসেন, আজাদ, শেখ মারুফ আহম্মেদ জনি, শেখ মাহফুজ, শিমুল, কাজী নবাব, স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুন-অর-রশিদ, রেজানুজ্জামান লিটু, ফিরোজ জোয়ার্দ্দার, সাইদসহ সকল অংগ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। এ সময় পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক শহিদুল ইসলাম ও যুবলীগ নেতা মফিজুল ইসলাম লাভলুর নেতৃত্বে গদখালি ও মুরারীকাটি ওয়ার্ড থেকে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন। আলোচনা শেষে একটি বিশাল শোক র‌্যালি কলারোয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জুম্মা নামাজের পর বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলি(ভিপি মোরশেদ)।

ফটো ক্যাপশন: কলারোয়ায় জাতীয় শোক দিবসে আ’লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি ইঞ্জি: আলহাজ্ব শেখ মুজিবুর রহমান।



মন্তব্য চালু নেই