কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে মতবিনিময়
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণ মাধ্যম ব্যক্তিত্বের সাথে স্বাধু পানির মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ স্থান ও ফরমালিনের অপব্যবহার রোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মহসীন আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বুলু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএম ফারুক হোসেন, প্রচার সম্পাদক এবিএম ফিরোজ খান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এমএ সাজেদ, আজগর আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহারী আবুল কাশেম, মনিরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বজলুর রহমান সরদার।
মন্তব্য চালু নেই