কলারোয়ায় মাহে রমজানে নিত্য প্রয়োজসীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে আলোচনা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসাারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, ডাক্তার মেহেরুল্লাহ, খাদ্য কর্মকর্তা সুজিৎ কুমার মুর্খাজী, মাদরা বিওপি’র সুবেদার হায়দার খাঁন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মাহবুবুর রহমান মফে, আবজাল হোসেন হাবিল প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসারকে আহবায়ক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাকে সদস্য সচিব করে বাজার মনিটরিংয়ের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।



মন্তব্য চালু নেই