কলারোয়ায় মাল্টিমিডিয়া ক্লাসরুমের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামের ওই আলোচনা সভায় বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধানসহ কম্পিউটার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা. আলীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মোস্তফা। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস ও ক্লাসরুম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শিক্ষকমন্ডলী অতিথিবৃন্দকে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত সমস্যাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সেই সাথে বিদ্যালয়গুলোকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে সরকারের সুদৃষ্টি কামনা করে ন্যয্যতার ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নে সহায়তার আহ্বান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক শফিউল আজম শেলি, প্রধান শিক্ষক আব্দুল আলিম, সুপার মাসুম বিল্লাহ, সুপার জিয়াউল হক, সুপার আসাদুজ্জামান, সুপার রবিউল হক, সুপার মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, হুমায়ন কবির মিঠু, মোস্তাফিজুর রহমান, সাইফুল আলম, সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ জাহিদ হাসানসহ কলারোয়া পাইলট মডেল হাইস্কুল ও গার্লস পাইলট হাইস্কুলের ছাত্র/ছাত্রীরা।



মন্তব্য চালু নেই