কলারোয়ায় মাদক সম্রাট আজগর আলি আটক
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ মাদক সট আজগর আলি (৪০) কে আটক করেছে। শনিবার রাতে উপজেলার হিজলদি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হিজলদি গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক ব্যবসায়ি আজগর আলি ফেনসিডিল, ইয়াবা নিয়ে চন্দনপুর হতে কলারোয়ায় দিকে আসছিল।
পথিমধ্যে ওই এলাকায় পৌছানোমাত্রই বিট অফিসার এসআই হিমেল রহমান ৫০ বোতল ফেনসিডিল, ৩০ পিচ ইয়াবাসহ আজগরকে আটক করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা {(৩১) /২৪/১০/১৫} হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই