কলারোয়ায় মহান মে দিবস পালিত

বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকার ব্যক্তের মধ্য দিয়ে কলারোয়ায় ১২৯ তম মহান মে দিবস পালিত হয়েছে। মহান এ দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’।

দিবসটি উপলক্ষে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দিনব্যাপি কর্মসূচি পালন করে। কলারোয়া বাসস্ট্যান্ডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নির্বাহী সদস্য সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, আরিফ চৌধুরী, গোলাম রসুল, শ্রমিক নেতা মজনুর রহমান, যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন-অর-রশিদ, রেজানুজ্জামান লিটু, সাইদুজ্জামান সাঈদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দিবসের শুরুতে সকালে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক বিশাল র‌্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে। এছ্ড়াা কলারোয়া ইমারত শ্রমিক, হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহান মে দিবস পালন করা হয়।

এর আগে মহান মে দিবস উপলক্ষে প্রধান অতিথি ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এম.পি কলারোয়ায় জাতীয় শ্রমিক ফেডারেশন’র এক অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন’র কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে কলারোয়া জাতীয় শ্রমিক ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টি নেতা কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সন্তোষ পাল, নিখিল চন্দ্র অধিকারী, মাস্টার প্রদীপ পাল প্রমুখ।



মন্তব্য চালু নেই