কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদন্ড
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত ২ মাদকসেবীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।
উপজেলার গয়ড়া গ্রামের কাদের মোড়লের ছেলে আশানুর মোড়ল (২৫)কে ভাদিয়ালীর মোড় থেকে এবং সিংগা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে জিয়াদ আলী (৫৫)কে সিংগা বাজার এলাকা থেকে আটক করে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই হিমেল হোসেন ও এসআই সুব্রত কুমার, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান, প্রমুখ।
মন্তব্য চালু নেই