কলারোয়ায় ভ্রাম্যমাণ আদাতে ৫ ব্যবসায়ীর টাকা জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় সোমবার ভ্রাম্যমাণ আদালতের এক ভেজাল বিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত চলাকালে পৌর বাজারের মাছের দোকানে বাটখারার ওজন কম ও ডিজিটাল মিটার না থাকায় ও দোকানের মালিক নারায়ন হালদারকে ৫শত টাকা, মুরগীর মাংস ব্যবসায়ী রাজুকে ১ হাজার টাকা, মুরগী ব্যবসায়ী প্রদীপ কুমারকে ৫শত টাকা, মুরগী ব্যবসায়ী সেলিককে ৫শত টাকা, বাসষ্ট্যান্ডে রণি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় তাকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, এএসআই জিন্নাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চসহকারী এমএ মান্নান, কলারোয়া পৌর সভার স্যানিটারী ইন্সিপেক্টর সুরেন্দ্র সাহা সেখর কাজল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য, পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম উপজেলার বিভিন্ন বাজার, রেষ্টুরেন্ট ও অন্যান্য স্থানে খাদ্যে ভেজাল রোধসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।



মন্তব্য চালু নেই