কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র তৃতীয় স্বরণ সভা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় প্রয়াত বরোণ্য শিক্ষাবিদ জাতীয় শিক্ষক সমিতি ফেডারেশনের আমৃত চেয়ারম্যান ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্লাহ তৃতীয় স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় জাতীয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কক্ষে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের জ্যেষ্ঠপুত্র অধ্যাপক শেখ সাইদুল ইসলাম বাবু, অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইউনুচ আলী, সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, প্রধান শিক্ষক আব্দুর রউফ, কপাই’র সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার কলেজ শিক্ষক সমিতির আহবায়ক কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যাপক আবুল খায়ের, প্যানেল মেয়র ও প্রধান শিক্ষক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আবদুর রব, সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী শিক্ষক সামসুর রহমান লাল্টু, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

এর আগে সকাল ৮ টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলা ঝাঁপাঘাট গ্রামে শায়িত কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সমগ্র অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী। এদিকে একই ভাবে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ও বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ স¦রণসভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই