কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‘স্বাস্থ্য সম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে কলারোয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে ও নভো নরডিস্ক’র সহযোগিতায় এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়।
পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডায়াবেটিস হাসপাতালের সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলি, ডা. মো. আবু বক্কর সিদ্দীক, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, ডায়াবেটিস হাসপাতালের সদস্য রমজান আলি, ম্যানেজার বদরুজ্জামান, শেখ তরিকুল ইসলাম, ব্লাড টেকনিশিয়ান নূরজাহান, সহকারী টেকনিশিয়ান ফিরোজা খাতুন, আশরাফ হোসেন প্রমুখ।
পদযাত্রাটি কলারোয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।



মন্তব্য চালু নেই