কলারোয়ায় বাড়ির গ্রিলের তালা কেটে মোটরসাইকেল চুরি

জাহাঙ্গীর আলম লিটন, কাজীরহাট (কলারোয়া): কলারোয়ায় সাবেক সেনা সদস্যের বাড়ি থেকে গ্রিলের তালা কেটে মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামে এ দূ:সাহসিক চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই গ্রামের সাবেক সেনা সদস্য আরসাদুল ইসলামের বাড়ির গ্রিলের তালা কেটে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১৩৫সিসি লাল রং এর মোটরসাইকেল (যশোর-ল-১১-৩১০১) চুরি করে নিয়ে যায় সংবদ্ধ চোর।
আরসাদুল ইসলাম জানান, বাড়ির বারান্দার গ্রিল তালাবদ্ধ করে তিনি পরিবারসহ শনিবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে গেলে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো। তিনি জানালা দিয়ে দেখেন বারান্দার গ্রিল খোলা। এসময় তিনি পাশের বাড়ির ভাইকে চিৎকার করে ডাক দেন। তারা এসে বাইরে থেকে দরজা খুলে দিলে তিনি দেখতে পান পাশের ঘরে থাকা তার মোটরসাইকেলটি নেই। গভীর রাতে কে বা কারা বারান্দার গ্রিলের তালা কেটে পাশের ঘর থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

রবিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়েও মোটরসাইকেলটির সন্ধান পান নি। এ বিষয়ে রবিবার রাতে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান সাবেক সেনা সদস্য আরসাদুল ইসলাম।



মন্তব্য চালু নেই