কলারোয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাতক্ষীরার কলারোয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধিদের চোখের ছানি অপারেশন করে লেন্স স্থাপন ও চশমা সরবরাহের জন্য ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চক্ষু শিবির থেকে ২০জন অসহায় ব্যক্তিকে বিনা মুল্যে চক্ষু অপারেশন করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া শত শত চক্ষু রোগিকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, টিএইচও ডা. তওহীদুর রহমান, ডা. আলিম বিশ্বাস, মাসুদ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই