কলারোয়ায় পুলিশি অভিযানে আটক ৪
কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-ওয়ারেন্টভুক্ত উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল মাজেদ বিশ্বাস এর ছেলে আক্তারুজ্জামান (৪৮), উত্তর ভাদীয়ালী গ্রামে ইসহাক সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), নাশকতা মামলার আসামি একড়া গ্রামে মৃত আজিজ মোল্লার ছেলে আব্দুল হাই (৪০), সন্দেহভাজন সুলতানপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে শেখ আলমগীর।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক শেখ জানান আটককৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ থাকায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই