কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮
সাতক্ষীরার কলারোয়ায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ জানায়, উপজেলার কলাটুপি গ্রামের মধ্যে সোমবার রাত সাড়ে ১০টার দিকে খোরদো ফাঁড়ির এএসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেল চালক আমির আলি মোড়ল (৩০) কে আটক করেন।
আটককৃত ব্যক্তি হলো-উপজেলার ধানঘোরা গ্রামের মৃত আনসার আলী মোড়লের ছেলে। এঘটনায় কলারোয়া থানায় মঙ্গলবার একটি মামলা {নং১৮(১০)১৫} দায়ের হয়েছে।
অপরদিকে, গাঁজাসেবন ও বিক্রয়কালে ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হিজলদী গ্রামের তেঁতুলতলা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো-মাসুদ বিশ্বাস (২৮), মহিবুল্য¬াহ (২২), মিজানুর রহমান (৪৫), লিটুন সানা (২৪), নাজমুল (২৫), তৌহিদুল (২৮), খোরশেদ আলম (৩০)। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা {নং-১৯(১০)১৫} দায়ের হয়েছে।
মন্তব্য চালু নেই